হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪ ২৩:৪১; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৬:৩৮

ছবি: সংগৃহীত

হাতিরপুল কাঁচাবাজার সংলগ্ন ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিস সদর দফতর জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ৬টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। এরপর সেখানে মোট ৭টি ইউনিট যোগ দেয়। ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ খবর অনুযায়ী ছাদ থেকে ৪ জনকে উদ্ধার করা হয়। চারপাশে কোনো জানালা না থাকার কারণে দেয়াল ভাঙা হয়েছিল। কার্পেটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top