বিএনপির সম্মেলন মঞ্চে পলকের ভগ্নিপতি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫ ২০:০৩; আপডেট: ১০ আগস্ট ২০২৫ ২২:৫৬

রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের মঞ্চে গান পরিবেশন করলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার। এনিয়ে নেতা-কর্মীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। এর আগে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গত ৫ আগস্ট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করেন গৌরব।
জানাগেছে, গৌরবের বাড়ি রাজশাহী শহরে হলেও শ্বশুরবাড়ি নাটোরের সিংড়ায়। গৌরবের স্ত্রী সেতু সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফুফাতো বোন। পলক প্রতিমন্ত্রী থাকাকালে গৌরবকে ‘নগদ’-এ চাকরিও দেন। এছাড়া গৌরব একা নয়, তার পুরো পরিবার কট্টর আওয়ামীপন্থী। তার স্ত্রী সেতুকে রাজশাহী আর্ট কলেজের শিক্ষক হিসেবে চাকরি নিয়ে দিয়েছিলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া গৌরব আওয়ামী লীগের বিভিন্ন প্রচার-প্রচারণার মঞ্চে গান গেয়েছেন।
এদিকে রোববার সকাল থেকে রাজশাহীর মাদ্রাসা ময়দান সংলগ্ন মাঠে নগর বিএনপির সম্মেলন অনুষ্ঠানে গৌরবকে গান পরিবেশন করতে দেখা যায়। আর গৌরবকে বিএনপির মঞ্চে দেখে ক্ষোভ প্রকাশ স্থানীয় নেতা-কর্মীরা। এদিকে রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিকেলে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আপনার মূল্যবান মতামত দিন: