বাঘায় খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে সভা
মোঃ লালন উদ্দীন | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫ ১৯:২৯; আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ২১:৩৫

বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার (১৬আগস্ট) বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বাঘা উপজেলা ও বাঘা পৌর শাখার আয়োজনে বিকেল ৫ টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য,সাবেক যুগ্ন আহবায়ক, উপজেলা যুবদল সাবেক সভাপতি ও শাহদৌলা সরকারী কলেজ ছাত্রদল সভাপতি আল-আমিন জমাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী ছাত্রদল নেতা আশিক ইকবাল হিমেল, জেলা স্বেচ্ছা সেবকদল নেতা ফয়সাল আহম্মেদ, উপজেলা যুবদল সাবেক সদস্য রাশিদুল ইসলাম, হাসিবুল ইসলাম, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক আমির হোসেন, টনিজ আহম্মেদ, রাজশাহী মহানগর ছাত্রদল সদস্য তুষার আহম্মেদ, উপজেলা যুবদল নেতা শরিফুল ইসলাম, আরিফ হোসেন, বাঘা পৌর ছাত্রদল আহবায়ক শিমুল ইসলাম, সদস্য সচিব মাসুম পারভেজ, জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম, শিমুল হোসেন প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ রাসেল আহম্মেদ, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা খালেদ মাহমুদ মিঠু।
যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল বাঘা উপজেলা ও বাঘা পৌর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি আল-আমিন মজাদার বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অবিসংবাদিত নেত্রী। তিনি দেশের ইতিহাসে এক উজ্জল অধ্যায়ের নাম দেশনায়ক তারেক রহমান খুব শীঘ্রই দেশে এসে নেতৃত্ব দেবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। তিনি ৮১ বছরে পা দিয়েছেন তিনি এসব কথা বলেন। আল-আমিন মজাদার আরো বলেন, এই দিনে আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু কামনা করি। দেশে আজ যে দমন-পীড়ন চলছে, গণতন্ত্র আজ নির্বাসিত এমন সময়ে বেগম খালেদা জিয়ার নেতৃই আমাদের প্রেরণা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন তিনি এদেশের মানুষের আশা-ভরাসার নাম।
আপনার মূল্যবান মতামত দিন: