ইশ্বরদী পৌরসভায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২১ ২৩:০৬; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১৫:৫৬
-2021-01-16-15-32-49.jpg)
পৌর নির্বাচনে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন ইশ্বরদী পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম নয়ন ভোট বর্জন করেছেন।
শনিবার (১৬ জানুয়ারি) ভোট চলাকালে দুপুর ১টায় শহরের পূর্বটেংরী নিজ বাসভবনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
বিএনপি প্রার্থী অভিযোগ করে বলেন, ‘ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল করে আওয়ামী লীগ সমর্থকরা। তারা ভোটারদের প্রকাশ্যে ভোট দেখাতে বাধ্য করে। সাধারণ ভোটারদের বাধা দেয়। এছাড়া প্রতিটি কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েও তিনি পাননি বলে দাবি করেন।
এই বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার পিএম ইমরুল কায়েস জানান, সকাল থেকেই বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ করা হচ্ছিল। আমরা তাৎক্ষণিকভাবে অনেক স্থানে স্ট্রাইকিং ফোর্স, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়। নির্বাচন বর্জনের বিষয়ে এখনও কোনো কিছু নির্বাচন কমিশনকে জানানো হয়নি।
তবে এই অভিযোগকে অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইছাহক আলী মালিথা জানান, ভোট বর্জন ও অভিযোগ বিএনপির চিরায়ত নিয়মে পরিণত হয়েছে। কোনো কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তাছাড়া এখানে ভোট কারচুপির কোনো প্রয়োজন নেই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকায় ভোট দিচ্ছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: