সৌদি আরবে তিন দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৬ আগস্ট ২০২৫ ১১:০৯; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১৩:০৮

সৌদি আরব গত সোমবার আরো দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর ফলে মাত্র তিন দিনে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দাঁড়াল ১৭-তে, যা চলতি বছর রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর। সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ কথা জানায়।
সংবাদমাধ্যমটি জানায়, সোমবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন।
এর আগে শনিবার সাত ও রবিবার আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাদের মধ্যে বেশির ভাগই বিদেশি নাগরিক এবং মাদকসংক্রান্ত অপরাধে দোষী ছিলেন।
২০২২ সালের মার্চের পর সৌদিতে এত কম সময়ে এত বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার নজির এটাই প্রথম। বিশ্বের অন্যতম মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ সৌদি আরবে চলতি বছরে এখন পর্যন্ত ২৩৯টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: