ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য: যুবক গ্রেফতার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২১ ২২:৪২; আপডেট: ১ মে ২০২৫ ১৬:১৫

আটককৃত যুবক।

ফেসবুকে প্রধানমস্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি বিকৃত করে প্রচার করার অভিযোগে মিজানুর রহমান সিকদার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ইদিলকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন স্বরূপকাঠি থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন।

আটককৃত মিজানুর আরামকাঠী গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে।

গতকাল (০১ এপ্রিল) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে শুক্রবার সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

স্বরুপকাঠি থানার ওসি আবীর বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মিজানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top