হেফাজতের আরও এক নেতা গ্রেপ্তার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১ ০২:৪৫; আপডেট: ১০ আগস্ট ২০২৫ ০২:৫৮

সংগৃহীত ছবি
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমেদ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শনিবার সন্ধ্যায় তাকে আগারগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। আহমেদ আব্দুল কাদের খেলাফত মজলিসের মহাসচিবের দায়িত্বেও রয়েছেন।
 
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ডিবির তেজগাঁও বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় এবং সাম্প্রতিক সহিংসতার মামলাও রয়েছে।
এ নিয়ে ঢাকায় হেফাজতের ১৯ জন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হলেন। 
 
খেলাফত মজলিসের আমীর মোহাম্মদ ইসহাক এক বিবৃতিতে আব্দুল কাদেরের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে তাঁর দলের মহাসচিবের মুক্তি দাবি করেছেন। 
 
 
 
 
 
 
সূত্র: প্রথম আলো


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top