ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, প্রস্তুতি শুরু করেছে ইসি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২৫ ২১:৫২; আপডেট: ১০ আগস্ট ২০২৫ ০০:১৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সে লক্ষ্য সামনে রেখে কাজ করছে।
শনিবার বিকেলে রংপুর বিভাগীয় সদর দপ্তরে প্রশাসনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের কাজ এগিয়ে নেয়ার জন্যই বিভাগওয়ারি প্রশাসন ও ইলেকশন কর্মকর্তাদের সাথে বৈঠক করা হচ্ছে। ভোটের সময় কোন একটি কেন্দ্রে গন্ডগোল হলেই ওই আসনের নির্বাচন বন্ধ করে দেয়া হবে। কোন প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। যে সব কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে তাদেরকে নির্বাচনে দায়িত্ব পালন করতে দেয়া হবে না। গত নির্বাচনে যে সকল প্রিজাইডিং অফিসার সমস্যা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, মানুষকে কেন্দ্র নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ।
এ এম এম নাসির উদ্দিন বলেন, এখনই নির্বাচনের তফসিল ঘোষণা নয়। তফসিল ঘোষণার দুই মাস আগে নির্বাচনের তারিখ জানানো হবে। তবে স্বল্প সময়ে নির্বাচন অনুষ্ঠিত করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।
এর আগে সকালে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন কর্মকর্তা রংপুর অঞ্চল ও রংপুর অঞ্চলের সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার।
আপনার মূল্যবান মতামত দিন: