টয়লেটের সানসেটে মিলল নবজাতক!

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২১ ১৬:৪১; আপডেট: ১১ আগস্ট ২০২৫ ০১:১৮

পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের টয়লেটের সানসেট থেকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। কান্নার শব্দ শুনে মঙ্গলবার বিকালে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নবজাতকটি উদ্ধার করে।

বুধবার সকাল পর্যন্ত বাচ্চাটির কোনো পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালে সিনিয়র নার্স হাসনা হেনা জানান, মহিলা ওয়ার্ডের টয়লেট থেকে নবজাতকের কান্না শুনে ঘটনাস্থলে গিয়ে একটি নবজাতক শিশু দেখা যায়।পরে নবজাতক মেয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। শিশুটি এখন সুস্থ আছে।

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো. রফিকুল হাসান রিমন জানান, হাসপাতালের স্টাফদের আড়ালে কীভাবে বাচ্চাটি ওখানে রাখা হলে তা খতিয়ে দেখতে আটঘরিয়া থানায় খবর দেওয়া হয়েছে। তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে। শিশুটিকে সার্বক্ষণিক চিকিৎসার জন্য ডাক্তার নিয়োগ করা হয়েছে।

আটঘরিয়া থানার ওসি মো. হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাচ্চাটির পরিচয় উদ্ধার এবং কে বা কারা ওখানে বাচ্চাটি রেখে গেছে- তা উদঘাটন করতে তদন্ত চলছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top