গোদাগাড়ীতে ট্রাক চাপায় পিতা-পুত্র নিহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১ ০৩:২৭; আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ২২:৪৫

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় পিতা-পুত্র নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার বিজয়নগরে এ ঘটনায় বাবা ঘটনাস্থলে এবং ছেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন, আব্দুস সালাম (৬০) ও তার ছেলে ইব্রাহীম হোসেন (৩৫)। তাদের বাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নের গুলাই গ্রামে।
গোদাগাড়ী থানার ওসি জানান, উপজেলার নিমপাড়া গ্রামে ইব্রাহীমের শশুরবাড়ি থেকে বাবা ছেলে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সালাম মারা যান। আর ছেলেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে ইব্রাহীম মারা যান।
আপনার মূল্যবান মতামত দিন: