ঈদ উপলক্ষে আসছে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ জুন ২০২২ ০৫:০৫; আপডেট: ৯ আগস্ট ২০২৫ ০৬:১৬

ছবি: প্রতীকী

রোজার ঈদের মতোই কোরবানি ঈদে নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে সরবরাহ করছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবার (২৯ জুন) থেকে পাওয়া যাবে নতুন এসব নোট।

মঙ্গলবার (২৮ জুন) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৪০টি শাখা থেকেও উল্লিখিত সময়ে ১০, ২০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় একটি প্যাকেট করে বিনিময় করা হবে। প্রতিটি শাখার জন্য ১ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। যে কেউ পুরনো নোট দিয়ে ব্যাংক থেকে নতুন নোট বিনিময় করতে পারবেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top