এপ্রিলের ২৯ দিনে প্রবাসী আয় এলো ১৯০ কোটি ডলার

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১ মে ২০২৪ ১৭:৫০; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৭:১৫

ছবি: সংগৃহীত

সদ্য বিদায়ী এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে বৈধ পথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৯০ কোটি ৮০ ডলার।

এ মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৮ কোটি ১৫ লাখ ডলার। সে হিসাবে পরের ১০ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬২ কোটি ৬৫ লাখ ডলার।

দেখা যাচ্ছে, প্রতিদিন গড়ে ছয় কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গত মার্চ মাসে সব মিলিয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার।

বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছিল ২১০ কোটি ডলার। ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছিল ২১৬ কোটি ৬০ লাখ ডলার।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছিল। ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স বা প্রবাসী আয় আসে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। আর ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স বা প্রবাসী আয় আসে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার, যা এখন পর্যন্ত এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top