আবারও ২০ বিলিয়নের নিচে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৫ ২২:৫৯; আপডেট: ৮ মে ২০২৫ ১৬:০৩

- ছবি - ইন্টারনেট

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর আবারও কমলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশের গ্রস রিজার্ভ এখন ২৫ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ২৯ বিলিয়ন ডলারে।

বুধবার (৭ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল বাবদ ১ দশমিক ৮৮ বিলিয়ন বা ১৮৮ কোটি ডলার পরিশোধ করছে বাংলাদেশ। এতে সুদের হার ধরা হয়েছে ৪ দশমিক ৩২ শতাংশ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top