ন্যান্সির মামলায় সংগীতশিল্পী আসিফের জামিন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৩:৪০; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০৬:৩৩
সংগীতশিল্পী ন্যান্সির দায়ের করা মানহানির মামলায় জামিন পেয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই জামিন মঞ্জুর করেন।
আসিফের আইনজীবী আহসান উল্লাহ আনার বলেন, ‘আসিফ আকবরের বিরুদ্ধে দায়ের করা মামলাটি যে মিথ্যা ও ভিত্তিহীন তা আদালতে প্রমাণে সমর্থ হয়েছি। আমাদের যুক্তি ও প্রমাণাদিতে সন্তুষ্ট হয়ে আদালত তাকে স্থায়ী জামিন দিয়েছেন।’
এ ব্যাপারে পরে আসিফ আকবর বলেন, ‘এটি একটি মিথ্যা মামলা। একটি চক্র এগুলো করছে। আমার বিরুদ্ধে যত মামলা হয়েছে সবগুলোর এজাহার একই রকম।’ তিনি বলেন, ‘২০১৮ সালের ঘটনায় ২০২০ সালে মামলা করা হয়েছে হয়রানি করার জন্য।’
উল্লেখ্য, গত বছরের ১০ জুলাই ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় আসিফের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
সূত্র: বাংলা ট্রিবিউন
আপনার মূল্যবান মতামত দিন: