এরতুগরুল আমার প্রিয় টিভি শো : ক্যাটরিনা কাইফ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১ ০৬:০৯; আপডেট: ৮ আগস্ট ২০২৫ ১৭:০৮

ভারতের মুম্বাইভিত্তিক চলচ্চিত্র শিল্প বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, তুরস্কের টিভি সিরিয়াল দিরিলিশ এরতুগরুল তার প্রিয় টিভি অনুষ্ঠান।
গত সপ্তাহে সহশিল্পী সালমান খানসহ তুরস্কের ইস্তাম্বুলে দেশটির সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ নুরি এরসয়ের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।
বলিউডের জনপ্রিয় অনস্ক্রিন জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ বর্তমানে নিজেদের আসন্ন 'টাইগার থ্রি' চলচ্চিত্রের শুটিংয়ের জন্য তুরস্কে অবস্থান করছেন।
সাংবাদিকরা তাদের জিজ্ঞেস করেছিলেন, তুরস্কের কোনো সিনেমা বা টিভি সিরিয়াল তারা দেখেছিলেন কি না।
জবাবে ক্যাটরিনা কাইফ বলেন, 'এরতুগরুল আমার প্রিয়। আমি এর ৮৯টি পর্ব এখন পর্যন্ত দেখেছি। আমি এই শো প্রচণ্ড পছন্দ করি।'
এর জের ধরে সালমান খান বলেন, তার মাও দিরিলিশ এরতুগরুল পছন্দ করেন। তিনি প্রায় সময়ই তা দেখেন।
আপনার মূল্যবান মতামত দিন: