খাবার সংগ্রহে যার অসীম অধ্যাবসায়

মেটে মাথা কুড়া ঈগল

আসাদুজ্জামান জুয়েল | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২১ ১৭:৩২; আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১১:৪৮

মেটে মাথা কুড়া ঈগল

ভাই, চোখ দিয়ে রক্ত পড়া পাখির ছবি তুলবেন?

-চোখ দিয়ে রক্ত পড়া মানে? কেউ কিছু দিয়ে মেরেছে নাকি?

-না ভাই। সেউজবাড়ীর জঙ্গলে একটা পাখি এসেছে। মাছ খায়। সেই পাখিটা ততক্ষণ পর্যন্ত মাছ ধরতে পারেনা, যতক্ষণ না তার চোখ দিয়ে এক ফোঁটা রক্ত পানিতে পড়ে।

-পাখিটির নাম কি?

-উকসা।

আমি তাড়াতাড়ি ক্যামেরা হাতে নিয়ে ছুটলাম। তারপর দেখলাম পাখিটিকে। ছবি তুলতে পারলাম না ঘন জঙ্গল আর উচ্চতার কারণে। এরপর কেটে গেছে দেড় বছর। মাঝে মাঝেই জঙ্গলে গিয়ে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। আজ কিছুটা পেলাম। চোখ দিয়ে রক্ত পড়লে মাছ ধরতে পারার বিষয়টা আমি জানিনা। পাখিটি মাছের আশায় ঘন্টার পর ঘন্টা একইভাবে পানির দিকে তাকিয়ে থাকে। সেজন্যেই বোধ হয় এরকম মিথ চালু হয়েছে।

এই পাখির সাথে বার্ড ফটোগ্রাফারদেরও দারুণ মিল। তারাও একটা পাখির ছবি পেতে ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর ক্যামেরা হাতে অপেক্ষা করে।

Grey-headed Fish Eagle (Ichthyophaga ichthyaetus )

মেটেমাথা কুড়া ঈগল



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top