ভোলায় অজানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ৩০ শিক্ষার্থী
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২০ মার্চ ২০২৪ ১১:২৮; আপডেট: ১১ আগস্ট ২০২৫ ০৮:৩২

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন এর পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের অজানা রোগে আক্রান্ত হয়ে ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে, এতে ভয়ের কিছু নেই।
শিশুরা জানায়, বেলা ১১টার দিকে ৮ম শ্রেণীকক্ষে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সিভিল সার্জন ডাঃ শফিকুজ্জামান জানান, এটা ভয়ের কিছু নয়। ওরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। বিকালের মধ্যে শিক্ষার্থীরা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে বলে আশা করছেন সিভিল সার্জন।
আপনার মূল্যবান মতামত দিন: