ফাইজারের আরো ২৫ লাখ ডোজ আসছে সোমবার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১ ০১:২৭; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০৫:১৩

ফাইল ছবি

কোভ্যাক্স সুবিধার আওতায় আগামীকাল সোমবার রাত সোয়া ১০টায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরো ২৫ লাখ টিকা দেশে আসবে।

রোববার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ার লাইন্স কার্গো বিমানে কোভ্যাক্স সুবিধার আওতায় ২৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছাবে।

টিকাগুলো গ্রহণ করতে বিমান বন্দরে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্যখাতের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় এক লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। আগামীকাল আরো ২৫ লাখ ডোজ আসলে এনিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ চার হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে।

এর আগে অ্যাস্ট্রেজেনেকা, সিনোফার্মা, মডার্না টিকাসহ ক্রয়কৃত ও কোভ্যাক্স সুবিধার আওতায় মোট টিকা দেশে এসেছে চার কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ। এর মধ্যে (২৫ সেপ্টেম্বর পর্যন্ত) প্রথম ডোজ মোট দুই কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং এক কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে।

এছাড়াও চীনের সিনোফার্মের ছয় কোটি ডোজ টিকা ক্রয়ের চুক্তি অনুযায়ী এ মাস থেকেই প্রতি মাসে দুই কোটি ডোজ করে ভ্যাকসিন দেশে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।

পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে আরো সাড়ে ১০ কোটি ডোজ ভ্যাকসিনসহ মোট ২৪ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

সূত্র : ইউএনবি




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top