যুক্তরাষ্ট্রে ইসরায়েল ও ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১ মে ২০২৪ ২০:১২; আপডেট: ১ আগস্ট ২০২৫ ২১:৪৫

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে (ইউসিএলএ) ইসরায়েল ও ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতের এই সংঘর্ষ হয়।

ঘটনাটিকে ‘ভয়াবহ সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন ইউসিএলএর উপাচার্য মেরি ওসাকো। তিনি বলেছেন, সংঘর্ষের ঘটনায় আইন প্রয়োগকারীদের ডাকা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সমাবেশকে বেআইনি ঘোষণার পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। যদিও দুই পক্ষের মধ্যে সংঘর্ঘের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

এর আগে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল থেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ভবনটি দখলে নিয়ে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিক্ষোভ করে আসছিলেন।

স্থানীয় সময় গতকাল রাত সাড়ে ৯টার দিকে হ্যামিল্টন হলে পুলিশ ঢুকে পড়ে। পুলিশকে ঠেকাতে বিক্ষোভকারীদের অনেকে দরজার বাইরে মানবঢাল তৈরি করেছিলেন।

সূত্র: বিবিসি




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top