শেখ হাসিনা ভারতেই আছেন: জয়সওয়াল
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪ ২২:১৭; আপডেট: ১০ আগস্ট ২০২৫ ০৮:১৩

শেখ হাসিনা ভারতে এসেছিলেন, এখানেই আছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়ে আমি আগেই বলেছিলাম যে, তিনি স্বল্প সময়ের নোটিশে এখানে এসেছিলেন এবং তিনি এখানেই রয়েছেন।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। পরে শেখ হাসিনা ভারতে আছেন, নাকি অন্য দেশে চলে গেছেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
এছাড়াও তিনি কতদিন ভারতে অবস্থান করবেন, সেই বিষয়েও দেশটির সরকার কোনো তথ্য জানায়নি। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে শেখ হাসিনা ভারতে চলে এসেছিলেন। এখনো এখানেই আছেন।’
এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আমরা বাংলাদেশের বিষয়ে সাম্প্রতিক কিছু প্রতিবেদন পেয়েছি। তবে এই বিষয়ে আমার কাছে মন্তব্য করার মতো কোনো তথ্য নেই।
আপনার মূল্যবান মতামত দিন: