পাকিস্তানে শিয়া-সুন্নি দাঙ্গায় নিহত আরো ১৩

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪ ১৭:৫৪; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১৮:৫৯

ছবি: সংগৃহিত

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে দাঙ্গায় আরও অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

রাজ্যের কুররম জেলায় শনিবার এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ২ জন সুন্নি এবং ১১ জন শিয়া সম্প্রদায়ভুক্ত। খবর এএফপির।

পাকিস্তানে এমনিতে সুন্নি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও আফগানিস্তানের সীমান্তবর্তী কুররম জেলায় উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলিম জনগোষ্ঠী রয়েছে।

দুই সম্প্রদায়ের মুসলিমদের মধ্যে সংঘাতও নতুন নয়। তবে গত ১০ দিন ধরে দাঙ্গার হার বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। সরকারি হিসেবে অনুযায়ী, ১০ দিনের দাঙ্গায় খাইবার পাখতুনখোয়ায় মোট নিহত হয়েছেন ১২৪ জন।

গত বৃহস্পতিবার কুররমে পুলিশ প্রহরা পরিবেষ্টিত দুটি গাড়িতে বন্দুক হামলা হয়েছিল। এতে ৪০ জনেরও বেশি নিহত হন। নিহতদের সবাই শিয়া সম্প্রদায়ের।

ওই ঘটনার পর খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ফের দাঙ্গা শুরু হয়। তাতেই এই ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাজ্য সরকার।

রাজ্য প্রশাসনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বর্তমানে দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থার গুরুতর সংকট দেখা দিয়েছে।

পরিস্থিতি শান্ত করার জন্য বেশ কয়েকবার স্থানীয় নেতাদের সহযোগিতা চেয়েছে সরকার, কিন্তু তারা আগ্রহী হচ্ছে না। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই বাড়িঘর থেকে পালাতে চাইছেন, কিন্তু নিরাপত্তাজনিত শঙ্কা থাকায় পারছেন না।

সরকারি হিসেব অনুযায়ী গত ১০ দিনে নিহতের সংখ্যা ১২৪ জন হলেও প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি বলে ধারণা করছেন ওই কর্মকর্তা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top