ইমরান ও বুশরার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৫০; আপডেট: ৭ আগস্ট ২০২৫ ০৫:৫৬

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিনসহ দলটির সংশ্লিষ্ট ৯৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সম্প্রতি তার দল পিটিআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে সোমবার (২ ডিসেম্বর) এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
বিগত এক বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে, যেগুলোতে এখনও তিনি জামিন পাননি। এছাড়া তাকে আরও সাত নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার ইমরান খানকে সন্ত্রাসবাদবিরোধী আদালতে হাজির করা হয়। সেখানে নতুন সাত মামলায় তাকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত। বিক্ষোভে সহিংসতার ঘটনায় দেশটির বিভিন্ন থানায় ইমরান খান ও পিটিআইয়ের নেতাকর্মীদের আসামি করে এসব মামলা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: