অবৈধ বাংলাদেশিদের ধরতে ভারতে বিশেষ অভিযান

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪ ১০:৫৭; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১৬:১৯

ছবি: সংগৃহীত

অবৈধ বাংলাদেশিদের ধরতে দিল্লিতে শুরু হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান। আর বাংলাদেশ থেকে ব্যাপক অনুপ্রবেশের অভিযোগ তুলে এসব ঠেকাতে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

অবৈধ বাংলাদেশি ধরার বিশেষ অভিযান চালানো হয়েছে রাজধানী দিল্লির কালিন্দি কুঞ্জ, উত্তর নগর, শাহীন বাগ ও জামিয়া নগরে। দিল্লির গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশের পরদিন বুধবার থেকে বিশেষ এই অভিযানে নামে আইন-শৃঙ্খলা বাহিনী।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের অবস্থানে হানা দিয়ে নথিপত্র যাচাই-বাছাই করা হয়। অভিযান চালানো হচ্ছে দিল্লির বস্তি এলাকা, ফুটপাথ আর অনুমোদনহীন কলোনিগুলোতে। সন্দেহভাজনদের কাছে আসাম রাজ্যের নথিপত্র থাকলেও ধরা হচ্ছে। পুলিশি জিজ্ঞাসাবাদ আর যাচাই-বাছাইয়ে অবৈধ প্রমাণ হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

এদিকে, বাংলাদেশ সীমান্ত ঘেঁষা আসামে অবৈধ অনুপ্রবেশ নিয়ে জরুরি বৈঠক করেছেন রাজ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, গত কয়েক মাসে শত শত বাংলাদেশি অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী-বিএসএফ আর আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। অনুপ্রবেশকারী তাড়ানোর কৌশল হিসেবে আধার কার্ড দেয়ার ক্ষেত্রে বিতর্কিত নাগরিকপঞ্জি বা এনআরসি নিবন্ধন থাকার শর্ত ঘোষণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী।

তিনি বলেছেন, আসামের সুরক্ষায় ইসরাইলের মতো নীতি গ্রহণ করতে হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top