দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, চীনা-ভারতীয়সহ নিহত ২০
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৫ ২০:৩২; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১২:০০

দক্ষিণ সুদানের ইউনিটি অঙ্গরাজ্যে তেল শ্রমিকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছে। তারা সবাই তেলখনিতে কাজ করতেন বলে জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইউনিটি অঙ্গরাজ্যের সেই তেলক্ষেত্রের বিমানবন্দর থেকে রাজধানী যুবার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
অঙ্গরাজ্যেটির তথ্যমন্ত্রী গ্যাটওয়েচ বিপাল বলেন, বিমানটিতে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন এবং সুদানের রাষ্ট্রীয় মালিকানাধীন নাইল পেট্রোলিয়ামের তেল শ্রমিকরা ছিলেন।
নিহতদের মধ্যে দুজন চীনা এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে তিনি জানিয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে একটি ছোট বিমান রাজধানী জুবা থেকে ইয়ারোল শহরের উদ্দেশ্যে যাত্রা করার সময় বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়।
২০১৫ সালে একটি রুশ-নির্মিত কার্গো বিমান যাত্রীদের নিয়ে রাজধানী জুবা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলে বহু হতাহতে ঘটনা ঘটে।
আপনার মূল্যবান মতামত দিন: