পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩০ জঙ্গি নিহত
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৪; আপডেট: ৫ আগস্ট ২০২৫ ২০:৩৯

পাকিস্তানে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন অঞ্চলে সেনাবাহিনীর ব্যাপক অভিযানে কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছে।
দেশটির উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক বাহিনী এই অভিযান চালায়। খবর সিনহুয়া ও আনাদোলুর।
পাকিস্তানের সেনাবাহিনী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান সীমান্তের কাছে এক অভিযানে সেনাবাহিনী অন্তত ৩০ সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রতিবেশী আফগানিস্তানের সীমান্তবর্তী অশান্ত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
ওই এলাকায় অবস্থানরত জঙ্গিদের নির্মূল করার জন্য চিরুনি অভিযান চালায় সেনাবাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে।
ইসলামাবাদ আফগানিস্তানের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির অনুগত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছে।
এসব জঙ্গি আফগান ভূখণ্ড থেকে তাদের কাজ পরিচালনা করছে বলেও অভিযোগ করেছে পাকিস্তান। যদিও কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
আপনার মূল্যবান মতামত দিন: