পাকিস্তানে গোলাগুলিতে সাত সেনা নিহত

রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০ ১৩:৫১; আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৫:১৭

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে কমপক্ষে সাত সেনা নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রবিবার সকালে দেশটির বালুচিস্তান প্রদেশের হারনাই জেলায় এ হামলা চালায় বন্দুকধারীরা। এ হামলার দায় এখনো কোনও গোষ্ঠী স্বীকার করেনি।

সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন নিহতের সংখ্যা আটজন বলে জানিয়েছেন। তিনি জানান, বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দু'জন বেসরকারি দেহরক্ষী রয়েছেন।
গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

সূত্র: আল-জাজিরা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top