গাজা সফরে নেতানিয়াহু, হামাসকে আরো ‘আঘাতের’ হুঁশিয়ারি
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫ ১৮:২৯; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৮:০৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার তিনি উত্তর গাজা পরিদর্শন করেন এবং সেখানে ইসরাইলি সেনাদের সাথে সাক্ষাৎ করেন বলে জানিয়েছে তার কার্যালয়।
টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়, চলমান ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই এই সফর হলো।
সেনাদের সাথে সাক্ষাতে নেতানিয়াহু বলেন, হামাস আরো ‘আঘাতের’ শিকার হবে।
তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পোস্ট দেখিয়ে দাবি করেন, খামেনি আবারো ইসরাইল ধ্বংসের আহ্বান জানিয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সময়ও তিনি একই অবস্থান বজায় রেখেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: