পাকিস্তান বিমান বাহিনীর তাড়া খেয়ে পালিয়ে গেলো ভারতের যুদ্ধবিমান
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫ ১৬:১৫; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২১:৩৬

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলার জেরে দক্ষিণ এশিয়ায় ফের একবার ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে।
গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে। ফলে, কাশ্মির সীমান্তের আকাশে রীতিমতো টানটান উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, ভারতীয় বিমানবাহিনীর ৪টি রাফায়েল যুদ্ধবিমান সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় পাকিস্তানের যুদ্ধবিমানের প্রতিক্রিয়ায় পালিয়ে গেছে। খবরটি জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় রাফায়েল যুদ্ধবিমানগুলো নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করলেও, পাকিস্তান বিমানবাহিনী প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিলে ভারতীয় বিমানগুলো পালিয়ে যায়।
এর আগে দেশটির তথ্যমন্ত্রী দাবি করেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী, ভারত যেকোনো সময় পাকিস্তানে আক্রমণ চালাতে পারে।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে ভারতের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে কড়া প্রতিরোধের কথা জানিয়েছেন। তিনি বলেন, ভারতের যেকোনো ধরনের আগ্রাসন পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হবে ও এর উপযুক্ত জবাব দেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: