পাকিস্তানে ভারতের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৫ ০৭:৪৮; আপডেট: ৮ মে ২০২৫ ০২:০৭

- ছবি - ইন্টারনেট

পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ভারত। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় বাহিনী পাঁচটি স্থানে হামলা চালিয়েছে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৫ জন। এ ছাড়া দুইজন নিখোঁজ রয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ভারতীয় বাহিনীর দুইটি ফাইটার জেট এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে পাকিস্তানের এই দাবি নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ভারত।

ভারত বলছে, তারা পাকিস্তানের সামরিক কোনও ঘাঁটিতে হামলা করেনি। ইসলামপন্থী সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এই হামলার পর কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এই হামলা উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুংকার দিয়েছেন তিনি।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২২ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তান-ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত। এর কড়া জবাব দেওয়ার বার্তা দিচ্ছিল ভারত। শেষমেশ ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top