‘৪৮ ঘণ্টার চেষ্টায় যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত-পাকিস্তান’

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৫ ২২:৫২; আপডেট: ১১ মে ২০২৫ ০৩:৪৯

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ৪৮ ঘণ্টার চেষ্টায় ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর সম্ভব হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক এক্স বার্তায় এই তথ্য জানান।

রুবিও জানান, তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত ৪৮ ঘণ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কাটিয়েছেন।

তিনি জানান, ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।

এক্স-এর পোস্টে তিনি আরও জানান, শান্তির পথ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি এবং শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা ও রাষ্ট্রনীতির প্রশংসা করি।

এর আগে শনিবার (১০ মে) সামাজিক মাধ্যম ট্রুথে ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণার পর পর ভারতের পররাষ্ট্র সচিব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেন। ভারতের স্থানীয় সময় বিকাল ৫টায় যুদ্ধবিরতি কার্যকর হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top