ভারতের রকেট উৎক্ষেপণ ব্যর্থ, কয়েক মিনিটেই হারিয়ে যায় স্যাটেলাইট

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৫ ১১:৩৯; আপডেট: ১৮ মে ২০২৫ ১৫:২০

- ছবি - ইন্টারনেট

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো রোববার তাদের ১০১তম উপগ্রহ উৎক্ষেপণ কার্যক্রম সম্পন্ন করলেও কয়েক মিনিটের মধ্যেই ইওএস-০৯ স্যাটেলাইট হারিয়ে যায়। এই উৎক্ষেপণটি করা হয় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের মাধ্যমে। কিন্তু তৃতীয় ধাপে সমস্যার কারণে মিশন ব্যর্থ হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

ইসরোর এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়, রোববার ১০১তম উৎক্ষেপণের চেষ্টা করা হয়। তা স্বাভাবিকভাবে দ্বিতীয় ধাপ পর্যন্ত কাজ করেছে। কিন্তু তৃতীয় ধাপে গিয়ে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যালে (পিএসএলভি-সি৬১) কিছু সমস্যা দেখা দেয়।

এর ফলে মিশন সফল হয়নি। ইসরো চেয়ারম্যান জানান, চার ধাপবিশিষ্ট পিএসএলভি যানের পারফরম্যান্স দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। আমরা এ বিষয়টি বিশ্লেষণের পরে বিস্তারিত জানাব।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top