ইরানের এভিন কারাগারে নিহতের সংখ্যা প্রকাশ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ জুন ২০২৫ ১৫:৪০; আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ০১:০৫

- ছবি - ইন্টারনেট

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেছেন, গত সপ্তাহে ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরাইলের হামলায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছে।

যুদ্ধবিরতির আগে গত ২৩ জুন ইসরাইল এই হামলা চালিয়েছিল। নিহতদের মধ্যে বন্দীদের পরিবারের সদস্যরাও রয়েছেন। খবর আল জাজিরার।

ইরানের বিচার বিভাগ হামলায় কারাগারের ক্ষয়ক্ষতির কিছু ছবিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, ভেঙ্গে পড়া দেয়াল, ছাদ, ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংস্তূপ।

এভিন কারাগারের চিকিৎসাকেন্দ্র এবং দর্শণার্থীরা বন্দীদের সাথে যে কক্ষে দেখা করেন, সেই কক্ষ হামলার লক্ষ্য ছিল বলেও জানান আসগর জাহাঙ্গীর।

ইরান এরআগে কোনো মৃত্যুর সংখ্যা ঘোষণা করেনি। এভিনে বন্দীদের মধ্যে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী ছাড়াও বেশ কয়েকজন ফরাসি নাগরিক এবং অন্যান্য বিদেশীও রয়েছেন।

এরআগে ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরাইল। ইরানের স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের হামলায় কমপক্ষে ৬০৬ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হয়েছেন।

ইরানও ইসরাইলে পাল্টা হামলা চালায়। এতে ইসরাইলে কমপক্ষে ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়।

গত ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

গত শনিবার ইরানে ইসরাইলি হামলায় নিহত ৬০ জন শীর্ষ কর্মকর্তার রাষ্ট্রীয়ভাবে জানাজা হয়। এতে অংশ নেন হাজার হাজার শোকাহত মানুষ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top