পাকিস্তানে আকস্মিক বন্যায় ৬৪ জনের মৃত্যু

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ জুলাই ২০২৫ ১২:৩৭; আপডেট: ৩ জুলাই ২০২৫ ২১:০৭

- ছবি - ইন্টারনেট

পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগস্ত হয়েছে পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া এবং আজাদ জম্মু ও কাশ্মির। খবর জিও নিউজের।

আগামী ৮ জুলাই পর্যন্ত পাকিস্তানের বেশরভাগ এলাকায় ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যার ক্রমবর্ধমান ঝুঁকির কথা তুলে ধরা হয়েছে সতর্কতায়।

পাহাড়ি ঢলে পাঞ্জাবের সব নদীর পানি আরো বাড়তে পারে। ৫ জুলাই থেকে প্রবল বর্ষণের ফলে প্রদেশ জুড়ে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

পাঞ্জাব প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, পাহাড়ি ঢলে প্রধান প্রধান নদীর পানি দ্রুত গতিতে বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ডেরা গাজি খানে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে এবং লাহোরসহ প্রদেশের প্রধান শহরগুলোতে নগর বন্যা দেখা দিতে পারে।

ভারী বর্ষণ ও বন্যায় পাঞ্জাবে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। প্রদেশের সব জেলা প্রশাসক এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটক এবং ভ্রমণকারীদের ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। বিশেষ করে মারি এবং গালিয়াতের মতো ভূমিধসপ্রবণ এলাকাগুলোতে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top