ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ১৩৭৩ ফিলিস্তিনির: জাতিসংঘ
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১ আগস্ট ২০২৫ ২৩:৫০; আপডেট: ২ আগস্ট ২০২৫ ১৪:০৬

গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ কেন্দ্র এবং জাতিসংঘসহ অন্যান্য দাতাগোষ্ঠী পরিচালিত কনভয়গুলোতে ত্রাণ নিতে গিয়ে গত মে মাসে শেষ দিক থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
শুক্রবার (০১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস (ওএইচসিএইচআর)।
এতে বলা হয়েছে, ‘ গত ২৭ মে থেতে ৩১ জুলাই পর্যন্ত গাজায় খাদ্য সংগ্রহের চেষ্টা করার সময় ১ হাজার ৩৭৩ জন নিহত হওয়ার বিষয়টি রেকর্ড করা হয়েছে। নিহতদের মধ্যে ৮৫৯ জন জিএইচএফের ত্রাণ কেন্দ্রে বা এর কাছে নিহত হয়েছেন। বাকি ৫১৪ জন জাতিসংঘ ও এর অনান্য অংশীদারদের পরিচালিত ত্রাণ কনভয়ের পথে বা কাছাকাছি এলাকায় খাদ্যের সন্ধানে গিয়ে নিহত হয়েছেন।’
ওএইচসিএইচআর আরও বলেছে, নিহত বেশিরভাগকেই গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলের সেনারা। সংস্থাটি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করেছে, যার মধ্যে রয়েছে চিকিৎসা মানবাধিকার এবং মানবিক সংস্থাগুলো।
আপনার মূল্যবান মতামত দিন: