গাজায় আল জাজিরার ৫ সাংবাদিককে হত্যা

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫ ১১:৪৬; আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫১

- ছবি - ইন্টারনেট

গাজায় একটি তাবুতে থাকা আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফসহ ৫ সহকর্মীকে হত্যা করেছে ইসরাইল।

রোববার সন্ধ্যায় গাজার আল শিফা হাসপাতালের প্রধান গেটে চালানো ইসরায়েলের হামলায় তারা নিহত হন।

নিহত অন্যান্য সাংবাদিকরা হলেন- সংবাদদাতা মোহাম্মদ ক্রিকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া।

আনাস আল শরীফ আল জাজিরার একজন সুপরিচিত সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন। নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক এক্স বার্তায় তিনি লেখেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে প্রচণ্ড বোমাবর্ষণ শুরু করেছে ইসরাইল।

২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক আগ্রাসন শুরু করার পর থেকে ইসরাইল নিয়মিতভাবে গাজার ফিলিস্তিনি সাংবাদিকদের হামাসের সদস্য বলে অভিযুক্ত করে আসছে। প্রতিক্রিয়ায় অধিকার গোষ্ঠীগুলো এটাকে ইসরাইলি নিপীড়ন নিয়ে করা প্রতিবেদনগুলোকে খাটো করার প্রচেষ্টা বলে অভিহিত করে। সূত্র: আল জাজিরা



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top