গাজায় কেন যুদ্ধবিরতি হচ্ছে না, জানাল মিসর
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫ ২৩:০৮; আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ০২:৩৯

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় ইসরাইলের পক্ষ থেকে কোনো সাড়া নেই। যুদ্ধ নিয়ে তাদের অবস্থানেও কোনো পরিবর্তন নেই। তাদের এই নির্লিপ্ততাই যুদ্ধবিরতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
এ সময় কাতার ও মিসরের মধ্যস্থতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা আমাদের চাপ অব্যাহত রাখব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে যোগাযোগ রাখব। যেন তারা ইসরাইলি পক্ষকে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণের জন্য চাপ দেয়।
নতুন এ প্রস্তাব মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের উপস্থাপিত উদ্যোগের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, হামাস গত সপ্তাহে একটি চুক্তির রূপরেখা গ্রহণ করেছে বলে জানায় টাইমস অফ ইসরাইল। নতুন চুক্তিপত্র অনুযায়ী, হামাসের হাতে থাকা জীবিত ইসরাইলি বন্দীদের মধ্যে ১০ জনকে ৬০ দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেয়া হবে। কিন্তু এই প্রস্তাবে সাড়া দেয়নি ইসরাইল। এর পরিবর্তে তারা হামাসকে ধ্বংস করে যুদ্ধ শেষ করার প্রত্যয় ব্যক্ত করে।
আপনার মূল্যবান মতামত দিন: