মমতা বৃহত্তর বাংলাদেশ গড়তে চায়: দিলিপ ঘোষ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২১ ০৩:৪৫; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০৪:৫৯

দিলিপ ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জনসভায় জয় বাংলা স্লোগান দেওয়ার মাধ্যমে বৃহত্তর বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে অভিযোগ করেছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি দাবি করেন ‘ইসলামিক বাংলাদেশের’ জাতীয় স্লোগান জয় বাংলা। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আগামী বছর পশ্চিমবঙ্গের আগামী বিধান সভা নির্বাচন সামনে রেখে রাজ্যের ক্ষমতাসীন তৃণমুল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক বিরোধ তুঙ্গে উঠেছে। এই নির্বাচনে মমতাকে হটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসার লক্ষ্য নির্ধারণ করেছে বিজেপি। অন্যদিকে বিজেপির উত্থান ঠেকাতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে মমতার তৃণমুল কংগ্রেস।

এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলিপ ঘোষের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় মমতা বন্দোপাধ্যায়ের একটি ছবি। তার ক্যাপশনে লেখা হয়, ‘এই সম্মানিত ব্যক্তিটি বাংলাদেশি স্লোগান জয় বাংলা উচ্চারণ করছে, এই স্লোগানটি ইসলামিক বাংলাদেশের জাতীয় স্লোগান।’ দিলিপ ঘোষ লেখেন, ‘তিনি বৃহত্তর বাংলাদেশের লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন।’


ওই একই পোস্টে দিলিপ ঘোষ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তৃণমুলের প্রচারে অংশ নেওয়া বাংলাদেশি অভিনেতা ফিরদাউসের একটি ছবি এবং তৃণমুলের এক এমএলএ’র আয়োজনে একটি দুর্গাপূজার অনুষ্ঠানে বাংলাদেশি এক ক্রিকেটারের ছবি যুক্ত করা হয়।

দিলিপ ঘোষের ফেসবুক পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তৃণমুল কংগ্রেসের এমপি সৌগত রায় বলেছেন, ‘এটা এতটাই হালকা যে এর প্রতিক্রিয়া জানানোর যোগ্য নয়।’ তিনি বলেন, ‘বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি প্রচলনের যে চেষ্টা চালাচ্ছে তা নিন্দনীয়।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top