ফিলিস্তিনের নির্বাচন বাতিলের আহ্বান জানালো ইসরাইল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২১ ০১:৪৯; আপডেট: ১ আগস্ট ২০২৫ ২১:৪১

ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেথের প্রধান নাদাভ আরগামান ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে গোপনে সাক্ষাত করে ফিলিস্তিনের সাধারণ নির্বাচন বাতিল করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইসরাইলি টেলিভিশন চ্যানেল থারটিনে প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, আরগামান দুই সপ্তাহ আগে গোপনে ফিলিস্তিনি প্রেসিডেন্টের সাথে রামাল্লায় সাক্ষাত করেন।
ইসরাইলের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, শিন বেথ প্রধান প্রেসিডেন্ট আব্বাসের কাছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নির্বাচনে অংশগ্রহণ করলে ওই নির্বাচন বাতিলের দাবি জানান।
এ দিকে ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, আরগামান আব্বাসকে জাতিসঙ্ঘের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ইসরাইলের যুদ্ধাপরাধের তদন্ত এগিয়ে নেয়ার বিষয়ে সতর্ক করেছেন।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, নাদাভ আরগামানের এই প্রস্তাবগুলো ফিলিস্তিনি প্রেসিডেন্ট প্রত্যাখ্যান করেছেন।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে আরো বলা হয়, দুই সপ্তাহ আগেই মাহমুদ আব্বাসের সাথে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা একই দাবি নিয়ে সাক্ষাত করেছিলেন।
আগামী ২২ মে ফিলিস্তিনের সাধারণ নির্বাচন এবং ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সেকুলার ফাতাহ ইসলামপন্থী হামাসের সাথে একত্রে আইন পরিষদের নির্বাচনে অংশ নিয়ে জোট সরকার গঠনের পরিকল্পনা করছে।
সূত্র: নয়া দিগন্ত
আপনার মূল্যবান মতামত দিন: