মালয়েশিয়ায় ৬ মাসে বাংলাদেশিসহ ৯২০০ অভিবাসী গ্রেফতার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২১ ০৩:৩১; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০৩:০০

ফাইল ছবি

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ছয় মাসে ৯ হাজার ২০০ অভিবাসী গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। সংশ্লিষ্ট বিভাগ বলছে, এ বছরের প্রথম থেকে ৮ জুলাই পর্যন্ত দেশব্যাপী ১৩ হাজার ১২৭ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এই ছয় মাসে মোট কত বাংলাদেশী আটক হয়েছেন সেটা বলা হয়নি।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাযাইমি দাউদ বলেছেন, এই সময়ে ২ হাজার ১১টি অভিযানে ৫৩ হাজার ১৯৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

সোমবার এক বিবৃতিতে বলেছেন, এই সময়ে মোট ৯৯ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছিল এবং নির্বাসিতদের মধ্যে ১ হাজার ৪১ জন পুরুষ, ২ হাজার ২৬৬ জন নারী, ২৮৯ ছেলে ও ১৪৪ জন মেয়ে।

বিভাগের পরিসংখ্যানের ভিত্তিতে তিনি বলেছেন, ২১ ডিসেম্বর থেকে ৮ জুলাই বাস্তবায়িত পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে ৮০ হাজার ৮৬৫ জনকে নিজ দেশে ফিরিয়ে দেয়া হয়েছে।

খায়রুল দাযাইমি জানান, সোমবার সকালে পেরাক সুনগাই পেটানির ইয়ারা পার্কে একটি নির্মাণ প্রকল্পে অভিযান চালিয়ে ৬৩ জন অভিবাসীকে আটক করা হয়। এর মধ্যে মায়ানমার, ইন্দোনেশিয়া ও বাংলাদেশী রয়েছেন।

অভিযানে আটককৃতরা সবাই অভিবাসন আইন ১৯৫৯/৬৩৩ এর ধারা (১) এবং একই আইনের ধারা ১৫ (১) এর অধীনে অপরাধ করেছে বলে প্রমাণিত হয়েছে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top