ব্রিটেনের রাজকীয় পুরস্কারের জন্য মনোনীত দেশের কমিউনিটি হাসপাতাল
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১ ০৭:০৪; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০২:৫১

স্থাপত্যশৈলীর অনন্যতার জন্য ব্রিটেনের স্থাপত্যকলা বিষয়ক সর্বোচ্চ সংস্থা রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের পুরস্কারের তালিকায় নাম এসেছে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জেলা সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হসপিটাল নামের একটি কমিউনিটি হাসপাতালের।
ব্রিটেনের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, চলতি বছর কুশলী স্থাপত্যের জন্য তিনটি স্থাপনাকে মনোনীত করেছে রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস।
এই স্থাপনাগুলো হলো বাংলাদেশের ফ্রেন্ডশিপ হসপিটাল, ডেনমার্কের লিলি ল্যাঙ্গেব্রো সেতু এবং জার্মানির জেমস-সাইমন গ্যালারি।
রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের জুরি বোর্ড বাংলাদেশের ৮০ শয্যার কমিউনিটি হাসপাতাল ফ্রেন্ডশিপ হসপিটাল সম্পর্কে তাদের মূল্যায়নে লিখেছে, ‘এই হাসপাতালের বারান্দাগুলোর নকশা এমনভাবে করা হয়েছে, যাতে পর্যাপ্ত আলো বাতাস হাসপাতালের কক্ষগুলোতে প্রবেশ করতে পারে।’
‘হাসপাতালের শয্যাশায়ী রোগী ও আউটডোর পেশেন্টদের পৃথক ভবনে চিকিৎসা সেবা দেওয়া হয়। একটি ছোট কৃত্রিম খালের মাধ্যমে দুই ভবনের বিভাজন টানা হয়েছে।’
‘ওই এলাকার ভূ-গর্ভস্থ পানি লবণাক্ত হওয়ায় ফ্রেন্ডশিপ হসপিটাল বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করেছে। সেই পানিতেই হাসপাতালের যাবতীয় কার্যক্রম চলে। এটিও বেশ ব্যাতিক্রম।’
জুরি বোর্ডের মূল্যায়নে আরো লেখা হয়েছে, ‘হাসপাতালটি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে রোগী এবং দর্শনার্থীরা বহির্বিভাগে বসলে শান্তিপূর্ণ গ্রামীন জীবনযাত্রার দৃশ্য উপভোগ করতে পারেন। ক্রাফটেড ইট দিয়ে তৈরি করার কারণে হাসপাতালের ভেতরের পরিবেশও সবসময় আরামদায়ক ও শীতল থাকে।’
‘জুরি বোর্ড মনে করছে, বৃষ্টিবহুল গ্রামীন এলাকার জন্য এই নকশার হাসপাতাল আদর্শ।’
প্রতি দুই বছর পর পর এই পুরস্কার দিয়ে থাকে রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস। বর্তমানে সংস্থার প্রধান জুরির পদে আছেন ফ্রান্সের বিখ্যাত স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ওডিলে ডেক। এছাড়া জুরি বোর্ডে আরও আছেন ব্রিটেনের শিল্পী ও মঞ্চ বিশেষজ্ঞ ইস ডেভলিন, মার্কিন স্থপতি জিয়েন্নে গ্যাং চীনা স্থপতি রোসানা হু এবং ব্রাজিলীয় স্থপতি গুস্তাভো আতরাবো।
আপনার মূল্যবান মতামত দিন: