জাতিসঙ্ঘে প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছে না তালেবান
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১ ০৭:১৩; আপডেট: ২ আগস্ট ২০২৫ ১৭:২১

জাতিসঙ্ঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য এখনই সুযোগ পাচ্ছে না তালেবান। বুধবার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ক্রেডেনশিয়ালস কমিটিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জাতিসঙ্ঘে সুইডেনের রাষ্ট্রদূত আনা এনেস্ট্রম সাংবাদিকদের বলেন, ক্রেডেনশিয়ালস কমিটিতে সদস্যরা আফগানিস্তানের পক্ষ থেকে কারা প্রতিনিধিত্ব করবে, এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া স্থগিত করেছে।
কমিটির বৈঠকে মিয়ানমারের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
এর ফলে আফগানিস্তানের তালেবান ও মিয়ানমারের সামরিক জান্তা জাতিসঙ্ঘে অধিবেশনে এখনই তাদের দেশের পক্ষে প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছে না।
নয় সদস্য বিশিষ্ট জাতিসঙ্ঘের ক্রেডেনশিয়ালস কমিটি সদস্য দেশগুলোর প্রতিনিধিদের বিষয়ে নিরীক্ষণ করে এবং এর ভিত্তিতে জাতিসঙ্ঘের অধিবেশনে প্রতিনিধিদের অংশগ্রহণ করার সুযোগ দেয়।
এর আগে চলতি বছরের আগস্টে আফগানিস্তানে আন্তর্জাতিক স্বীকৃত মার্কিন সমর্থিত সরকারের কাছ থেকে প্রশাসনের নিয়ন্ত্রণ নেয় তালেবান। দলটি জাতিসঙ্ঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কাতারে অবস্থানরত মুখপাত্র সুহাইল শাহিনকে নির্বাচিত করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: