অবকাশ শেষে কাল থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু

রাজ টাইমস | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩ ১৯:৪০; আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৭:৩৬

অবকাশ, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে ৩৫ দিন পর কাল থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।

গত ৩ সেপ্টেম্বর থেকে আজ ৭ অক্টোবর পর্যন্ত অবকাশ, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সুপ্রিমকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে দেয়া অবকাশকালীন বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। আপিল বিভাগে জরুরি বিষয়াদি শুনানির জন্য চেম্বার কোর্টে বিচারিক কার্যক্রমে পরিচালিত হয়।

এদিকে আগামীকাল নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু করবেন। কাল নতুন প্রধান বিচারপতিকে এটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমতির পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হবে।দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে গত ২৬ সেপ্টেম্বর শপথ নিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top