ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের আনুষ্ঠানিকতা শুরু

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ৩ আগস্ট ২০২৫ ১২:১২; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৩:৫৪

ছবি সংগৃহিত

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে প্রথমে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যা বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এরপর শুরু হবে সাক্ষ্যগ্রহণ।

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল ৯টা ২৫ মিনিটে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তিনি নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top