৭ মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ১১:৩৯; আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৬:১৪

জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তাসহ ৩৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে তাদের হাজির করা হয়।
জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ মামলায় অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু , কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যাসহ নানা সহিংস কর্মকাণ্ডের অভিযোগে সাত জেলায় মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রভাবশালী সাবেক মন্ত্রী, এমপি, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: