জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫ ১২:১০; আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ২১:৪৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ (২৭ আগস্ট)। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা ও সাম্যবাদের চেতনায় দীপ্ত তার লেখা যুগে যুগে শোষণ-বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। আজও জাতির জীবনে অনুপ্রেরণা হয়ে আছেন নজরুল।
মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে জাতীয় কবিকে। নজরুলের ওপর গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা।
দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম। যার লেখা যুগে যুগে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে উদ্বুদ্ধ করেছে জাতিকে।
কবির ৪৯তম মৃত্যুবার্ষিকীতে বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্যরা।
জাতীয় কবির গান ও তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। নজরুল গবেষণা বাড়ানোর তাগিদ দেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।
নজরুলের লেখা কবিতা, গান দেশের মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে বারবার। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতির সকল সংগ্রামে অনুপ্রেরণা হয়ে আছেন নজরুল। জাতীয় জীবনে নজরুল আজও সমান প্রাসঙ্গিক।
আপনার মূল্যবান মতামত দিন: