ঢাকা ওয়াসার এমডির ১৩ বছরের বেতন ভাতার হিসাব চাইল হাইকোর্ট
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২ ১৭:২১; আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ২২:৪২
-2021-12-13-20-35-21.jpg)
দীর্ঘ সময় ধরে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে থাকা তাকসিম এ খানের বেতন- ভাতা ও অন্যান্য সুবিধাদি বাবদ ১৩ বছর ধরে কত টাকা নিয়েছেন, সে হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খবর টিবিএসের।
ঢাকা ওয়াসা বোর্ডকে আগামী ৬০ দিনের মধ্যে এই হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে, তাকসিম এ খানকে এমডি পদ থেকে অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না; এবং তাকে অপসারণে বিবাদীদের 'নিস্ক্রিয়তা' কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
তাকসিম এ খানকে অপসারণের আগপর্যন্ত কেন জাতীয় বেতন স্কেল অনুযায়ী তার বেতন নির্ধারণ করা হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
এবিষয়ে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে স্থানীয় সরকার সচিব, ঢাকা ওয়াসা বোর্ডসহ সংশ্লিষ্ট বিবাদীদের।
আদালতে ক্যাবের রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
আপনার মূল্যবান মতামত দিন: