কক্সবাজারে ৪.১০ মাত্রার ভূমিকম্প অনুভূত
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:২১; আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ১৪:৪০
-2023-02-25-18-21-37.jpg)
কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৯ মিনিটে এই ভূকম্পন হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান।
তিনি জানিয়েছেন, ‘মিয়ামারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূমিকম্পে উৎপত্তিস্থল, যা রাজধানী ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থিত। ৪ দশমিক ১০ মাত্রার এই কম্পন কক্সবাজারেও অনুভূত হয়`।
ভূমিকম্পের কারণে জেলায় এপর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আপনার মূল্যবান মতামত দিন: