শিগগিরই সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে ইইউ

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৪ ১৭:৫৬; আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১০:২৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি জানিয়েছেন, তারা খুব শিগগিরই অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠক শেষে তিনি এমনটা জানান।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ ও প্রাণবন্ত আলোচনা হয়েছে।’

রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, তারা বাংলাদেশ-ইইউ অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন।

সূত্র : ইউএনবি



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top