হবিগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে প্রাইভেটকারের ৫ জন নিহত
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২ মে ২০২৪ ১৪:০৭; আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ০৫:৪৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কারে থাকা নারীসহ পাঁচজন নিহত হয়েছে।
বুধবার রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ধারণা কর হচ্ছে, নিহত সবাই বরিশালের এবং তারা ঢাকায় থাকে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল করিম জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ট্রাক ও কার জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালককে পাওয়া যায়নি।
তিনি আরো জানান, সিলেটে থেকে ছেড়ে আসা ঢাকাগামী প্রাইভেটকার ও সিলেটগামী ট্রাকের মাঝে এ সংঘর্ষ ঘটে। নিহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।
সূত্র : বাসস
আপনার মূল্যবান মতামত দিন: