ধামইরহাটে অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫ ১৮:০৫; আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ২০:৩১

নওগাঁর ধামইরহাটে নিজের ইচ্ছে মত লোকজন দিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটি করতে অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মাদ্রাসার অধ্যক্ষ ও সহকারি শিক্ষকরা। ঘটনাটি ঘটেছে ধামইরহাট উপজেলার রঘুনাথপুর কামিল মাদ্রাসায়।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে ধামইরহাট নিমতলী মোড়ে এক অস্থায়ী ভবনে সুষ্ঠু বিচার ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবিতে মানববন্ধন করেন ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, গত ১৭ আগষ্ট সকালে রঘুনাথপুর এলাকার মামুন হোসেন, আবুল কালাম, শাহিন আলম, মোক্তার হোসেনসহ আরো ১০থেকে ১৫ জন মিলে মাদ্রাসায় প্রবেশ করেন। পরে মাদ্রাসা পরিচালনা কমিটি নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে বাকবিতন্ডার তৈরি হয়। এক পর্যায়ে তারা তাদের পছন্দ মত প্রার্থীদের প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন পদে সাক্ষরের দাবি জানান তা না হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি প্রদান করে প্রতিষ্ঠান থেকে চলে আসেন। এর আগেও তারা বিভিন্ন ভাবে কলেজ অধ্যক্ষকে প্রাণে মেরে ফেলাসহ নানান ভাবে নির্যাতনের চেষ্টা করেছেন বলেও তিনি জানান।
তিনি আরও জানান, এমনি ভাবে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে এসে অধ্যক্ষকে মারধর করার চেষ্টা এবং বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি প্রদানকারিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে ও নিজের নিরাপত্তা চেয়ে তিনি মাধ্যমিক শিক্ষা অফিসার ও থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করেছেন।
এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, আমি এই ঘটনার সঠিক কোন অভিযোগ হাতে পাইনি। অভিযোগ আসলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাক্ষরিত একটা অভিযোগ এসেছে। আমরা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
আপনার মূল্যবান মতামত দিন: